মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষ, আটক ৫০

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষ, আটক ৫০

bangla collegeমিরপুর বাংলা কলেজে ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার ঘটেছে। গত মঙ্গলবার রাতে অপর পক্ষের হামলায় ৬ জন আহত হওয়ার ১৬ ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষ হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধারসহ  ৫০ জনকে আটক করা হয়েছে।

ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রলীগের এক পক্ষ কলেজের ছাত্রাবাসে ঢুকে গুলি ছুড়লে অপর পক্ষও পাল্টা গুলি ছুড়ে। এ সময় ছাত্রাবাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন আহত হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

৫০ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে দারুসসালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত রাতে এক পক্ষের হামলায় ৬ ছাত্র আহত হওয়ার জেরে আজ সন্ধ্যায় অপর গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি নিয়ে হামলায় চালায়। খবর পেয়ে সেখানে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে সেখানে গোলাগুলির বিষয়টি অস্বিকার করেছেন তিনি।

মঙ্গলবার গভীর রাত তিনটার দিকে বাঙলা কলেজের একটি ছাত্রাবাসে ছাত্রলীগের এক পক্ষের হামলায় ৬ ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। মঙ্গলবার গভীর রাতে তারা হাসপাতালে আসেন। চিকিৎসা নিয়েই অন্যত্র চলে যান তারা।

রাতেই হাসপাতালে আহতরা জানিনেছিলেন, রাত  সাড়ে তিনটার দিকে তাদের ছাত্রবাসে হঠাৎ হামলা চালায় ছাত্রলীগের একটি গ্রুপ। ওই গ্রুপটি তাদের মারধর করলে আহত হন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন, রেজাউল (২০), মেহেদি (২০), শাকিব (২০), হাসান (২৩), বনি আমিন (২২)  ও এমদাদুল (২০)।

বাংলাদেশ শীর্ষ খবর