ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে আমেরিকার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মন্তব্য করে বলেছেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বানরের চেয়েও খারাপ ভূমিকা পালন করে চলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মার্কিন টিভি চ্যানেল ‘ফক্স নিউজ’-কে দেয়া সাক্ষাৎকারে রামসফেল্ড এ মন্তব্য করেন।
আফগানিস্তান এবং দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই ইস্যুতে ওবামার পররাষ্ট্রনীতির সমালোচনা করে ডোনাল্ড রামসফেল্ড বলেন, একটি বানরকেও যদি প্রশিক্ষণ দিয়ে এ কাজে নামানো হতো তাহলে সে ওবামার চেয়ে ভালো করত। আমেরিকার সঙ্গে আফগান প্রেসিডেন্টের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা একদিনে হয়নি। গত কয়েক বছরের নীতি এ জন্য দায়ি বলে তিনি মনে করেন।
রামসফেল্ডের মতে, মার্কিন সরকার বহু বার আফগান প্রেসিডেন্টকে প্রকাশ্যে অপমান-অপদস্থ করেছে। কারজাইকে অপমান-অপদস্থ করার জন্য আফগানিস্তান বিষয়ক আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্রুক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও প্রেসিডেন্ট ওবামাকে দায়ী করেন তিনি।