রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পল্টন থানার পুলিশ। এ সময় সেখান থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ বেশ কিছু প্রচারপত্র ও ব্যানার উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মোরশেদ আলম এইমাত্র ডট কমকে জানান, দুপুর ১টার দিকে জামায়াত কার্যালয়ের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পরে তারা দেখতে পায় ট্রাকে কিছু জিনিসপত্র তোলা হচ্ছে। তখন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে কিছু লিফলেট, ব্যানার ইত্যাদি পাওয়া যায়।
তিনি জানান, এরপর জামায়াতের মহানগর কার্যালয়ে ঢোকে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে আরও লিফলেট, উগ্রপন্থী বই, ব্যানার, একটি বোমাসদৃশ বস্তু এবং কিছু সার্কিট পাওয়া যায়। এই সার্কিটগুলো বোমা তৈরিতে ব্যবহার করা হতো বলে পুলিশের ধারণা। তবে বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা করে দেখা গেছে, সেটি প্রকৃতপক্ষে বোমা নয়।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।