যুক্তরাষ্ট্রে ব্যাপক ভূমিধসের ঘটনায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মঙ্গলবার আরো ১০ জনের লাশ উদ্ধার করেছে। এ নিয়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েদাঁড়ালো ২৪ জনে।
এদিকে ভূমিধসের ঘটনায় এখনো ১৭৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
প্রবল বর্ষণের কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তর সিয়াটলের ছোট্ট অসো শহরের একটি জাতীয় সড়কে শনিবার এ ভূমিধসের ঘটনা ঘটে।
ওয়াশিংটন রাজ্য পুলিশের কর্মকর্তা মার্ক ফ্রান্সিস বলেন, পাহাড়ি ভারী বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে এ ভয়াবহ ভূমিধসের ৩ দিন পর স্নোহোমিশ কাউন্টি দমকল প্রধান ট্রাভিস হটস সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে সেখানে কারো বেঁচে থাকার লক্ষণ পাওয়া যায়নি।
তিনি জানান, সেখান থেকে আরো ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের ভেতরে আরো ৮টি লাশের সন্ধান পাওয়া গেছে। এ ভূমিধসের ঘটনায় এখনো ১৭৬ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।