গণতন্ত্রের যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীন বাংলাদেশে আর সেই গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিতদের কাছে তিনি এই মন্তব্য করেন।
মঈন খান বলেন, বাংলাদেশে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে একদলীয় বাকশালী গণতন্ত্রের জন্য, আজকে সেই গণতন্ত্র কোথায়?
মঈন খান বলেন, জাতীয় সংসদে ৩০০ আসনের ১৫৪টি আসন বিনা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়, সেখানে কোনো গণতন্ত্র নেই। পৃথিবীর কয়েকশ বছরের গণতন্ত্রের ইতিহাসে এ ধরনের কোনো কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।