স্বাধীনতা দিবসে তারিক- তিশার ‘দাগ’

স্বাধীনতা দিবসে তারিক- তিশার ‘দাগ’

dagস্বাধীনতা দিবসের বিশেষ নাটক দাগ। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় ও হাবীব মাসুদের পরিচালনায়  নাটকটিতে অভিনয় করেছেন, তারকি আনাম খান, তিশা, ইকবাল বাবু প্রমূখ।

নাটকে দেখা যাবে, জামশেদ মুস্তাফী। বাংলাদেশের বিশিষ্ট কোটিপতি ব্যবসায়ী। একদিন নিজের গাড়ি থেকে নামার সময় দরজার কোনায় লেগে পায়ের মধ্যে খোচা খায় জামশেদ মুস্তাফী। সামান্য একটা ব্যপার। কিন্তু এই সামান্য ব্যপারই যে অসামান্য হয়ে উঠবে তা কেউ কোনদিন ভাবেনি। ভাবেনি জামশেদ মুস্তাফী নিজেও।

ধীরে ধীরে অসহ্য পায়ের যন্ত্রনায় জামশেদ শরনাপন্ন হয় তার চিকিৎসক বন্ধু ইউজিনের কাছে। পরীক্ষা নিরিক্ষা শুরু করে ইউজিন।

ই্উজিন জানায় জামশেদের পায়ের মধ্যে পাওয়া গেছে অনেক পুরাতন একটা দাগ। যা আসলে পুরোনো একটা ক্ষত। যা এতোদিন সুপ্ত অবস্থায় ছিলো। হঠাৎ আঘাতপ্রাপ্ত হয়ে তা জেগে উঠেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে “এ ট্রমা ফলোওড বাই অস্ট্রিও সারকোমা”। সোজা ভাষায় যাকে বলে বোন ক্যান্সার। চিকিৎসা একটাই সার্জারি এবং হাটুর নিচের অংশের হাড়ে সার্জারিটা ঘটলে বাকী হাড়টুকু আর সংযুক্ত রাখা সম্ভব হবে না। সোজা কথায় হাটুর নীচ থেকে পা’ই কেটে ফেলতে হবে।

স্তম্ভিত হয় জামশেদ। কিন্তু ভেঙ্গে পড়ে না। ইউজিন তাকে এতো পুরোনো ক্ষতের দাগের কারণ জিজ্ঞেস করে কিন্তু জামশেদ কিছুই মনে পড়ে না মুখে বললেও ধীরে ধীরে সে চলে যায় ১৯৭১ সালে।

নাটকটি প্রচার হবে আরটিভিতে আজ বুধবার রাত ৯ টা ৫ মিনিটে।

বিনোদন