রাশিয়ার সৈন্যরা ক্রিমিয়াতে ইউক্রেনের সর্বশেষ যুদ্ধজাহাজটি দখল করে নিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এই ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওমাবা রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে রাশিয়াকে।
ইউক্রেনের একটি টেলিভিশনে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন রুশপন্থী সৈন্যরা ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ দখল করে নিয়েছে। চেরকাসিস নামে জাহাজটি শুক্রবার সিভাসটোপোলে নোঙর করেছিল।
ক্রিমিয়াতে ইউক্রেনের সর্বশেষ জাহাজ দখলের ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো রাশিয়ার ব্যাপারে আরো নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে।
নেদারল্যান্ডস এর হ্যেগ এ অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওমাবা রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের ব্যাপারে আর কোনো পদক্ষেপ নিলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে রাশিয়াকে।
এক সংবাদ সম্মেলনে বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো সব রকমের পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে যেটা রাশিয়ার অর্থনীতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি ইউক্রেনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সমপ্রদায়কে আহ্বান জানিয়েছেন।
রাশিয়াকে বাদ দিয়ে জি-সেভেনের দেশগুলোর নেতারা এ বছর দেশটির অলিম্পিক ভেন্যু সোচিতে পরিকল্পিত জি-এইট বৈঠক না করে শুধুমাত্র নিজেদের একটি সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়া অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত জি-এইট বৈঠকে যোগও দেবেন না তারা।
এর আগে ক্রিমিয়ায় রাশিয়ার সেনারা সর্বশেষ ইউক্রেইন নৌঘাঁটি দখলের পর সেখান থেকে সশস্ত্র বাহিনী সরিয়ে নেয়ার নির্দেশ দেয় কিয়েভ সরকার।