চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের সময় ককটেল বিস্ফোরণে ১ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। এদিকে এ ঘটনার পর পরই শিবগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনার জন্য জামায়াত-বিএনপিকে দায়ী করেছে আওয়ামী লীগ।
জানা গেছে, শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করার মুহূর্তেই শহীদ মিনারের পূর্বপ্রান্তে ককটেল বিস্ফোরণ হলে ৬ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত শিবগঞ্জ পৌরসভার চতুরপুর জগন্নাথপুর গ্রামের আশরাফুল আলম বাবুর ছেলে সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।
ঘটনার পর উপজেলায় পুলিশ ও র্যাব টহল জোরদার করা হয়।