টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচটিতে হারার আগেই হেরেছে স্বাগতিকরা! ক্যারিবীয় বোলিং বৈচিত্র্যের কারণে বড় স্ট্রোক খেলতে পারেনি তারা।
জয়ের জন্য খেলতে নেমে বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যাওয়ার আগে ৯৮ রান করতে পেরেছে তারা। মুশফিকুর রহিম ২২, মুমিনুল হক ১৬, মাশরাফি ১৯, সোহাগ গাজী ১১ ও এনামুল হক ১০ রান করেছেন। বাকিদের কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
এর আগে বাংলাদেশকে ১৭২ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ডোয়াইন স্মিথ (৭২) ও ক্রিস গেইলের (৪৮) দৃঢ় ব্যাটিংয়ে ক্যারিবীয়রা ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান করেছিল।
স্মিথ ৪৩ বলে ৭২ রান করেছেন ১০টি চার ও ৩টি ছক্কায়। অন্যদিকে গেইল সমান ৪৮ বলে ৪৮ রান করেছেন ৩টি চার ও ২টি ওভার বাউন্ডারিতে। আল-আমিন ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টোয়েন্টি২০ বিশ্বকাপের মূলপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ : ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, স্যামুয়েল বাদ্রি, ক্রিসমার স্যান্তোকি।
বাংলাদেশ : তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন।