নির্বাচন কমিশন কার্যালয়ে হামলা

নির্বাচন কমিশন কার্যালয়ে হামলা

afgan_kabulআফগানিস্তানের রাজধানী কাবুলে নির্বাচন কমিশনের একটি কার্যালয়ে তালেবান জঙ্গিদের বন্দুক ও বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছে। খবর বিবিসির।

আজ মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। তবে নির্বাচন কমিশনে কর্মরত কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

চার ঘণ্টারও বেশি সময় ধরে তালেবান জঙ্গি ও আফগান নিরাপত্তারক্ষীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ চলে।

আগামী ৫ এপ্রিল আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে তালেবানরা এ হামলা চালাল।

একইদিন পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রাষ্ট্রায়ত্ব কাবুল ব্যাংকে’ তিনটি আত্মঘাতী বোমা হামলা চালায় তালেবানরা। ওই ঘটনায় চার নিরাপত্তাকর্মীসহ পাঁচজন নিহত হয়েছে বলে গভর্নর সাজাবিল মুলক জালাল জানিয়েছেন।

আগে থেকেই নির্বাচন বানচালের হুমকি দিয়ে আসা তালেবানরা ইতোমধ্যেই পাঁচতারকা হোটেল, সরকারি ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্যবস্তু দারুল আমানে অবস্থিত স্বাধীন নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ের পাশেই প্রেসিডেন্ট প্রার্থী আশরাফ গনির বাসভবন। তার বাসায় হামলা হয়েছে বলে প্রথমে ধারণা করা হয়েছিল।

কাবুল পুলিশের একজন মুখপাত্র বিবিসি’কে বলেন, দুপুরে এক আত্মঘাতী হামলাকারী কমিশন কার্যালয়ের ভেতরে নিজেকে বোমায় উড়িয়ে দেয়। পরে আরো হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে ভেতরে ঢুকে। প্রায় চারঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

আন্তর্জাতিক শীর্ষ খবর