এনএসআই প্রধান হলেন মেজর জেনারেল সামছুল হক

এনএসআই প্রধান হলেন মেজর জেনারেল সামছুল হক

nsi_samsulজাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মো. সামছুল হক। তিনি মেজর জেনারেল (অব.) এম মনজুর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এম মনজুর আহমেদের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ায় সামছুলকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা বিএ-২৬০২ মেজর জেনারেল মো. সামছুল হককে এনএসআইয়ের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে ২০০৯ সালের ১৬ মে মনজুর আহমেদকে ওই পদে নিয়োগ দেয়া হয়। পরে আবার দুই দফায় তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়।

বাংলাদেশ শীর্ষ খবর