বিপিএল ফ্রেঞ্চাইজিরা খেলোয়াড় বাড়াতে পারবে

বিপিএল ফ্রেঞ্চাইজিরা খেলোয়াড় বাড়াতে পারবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র বেশ কয়েকটি দলে খেলোয়াড় সঙ্কট দেখা দিয়েছে। সংখ্যায় ১৮ জন থাকলেও চোট অনেককে খেলার বাইরে পাঠিয়েছে। যারা আছেন মানের দিক থেকে তারাও প্রত্যাশিত নয়।

ফলে আরও কয়েকজন ক্রিকেটার দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে ফ্রেঞ্চাইজি দলগুলো। কোন কোন দল বিদেশ থেকে খেলোয়াড় উড়িয়েও এনেছে। খেলাতে পারছিলো না বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন না থাকায়। বুধবার সে বাধাও কেটে গেছে। বিপিএল গভর্নিং কাউন্সিল জরুরী রুলিং দিয়ে দলগুলোকে দেশি এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে। একটি দল আরও চারজন করে ক্রিকেটার কিনতে পরবেন। তারমধ্যে দেশের দুই জন এবং বিদেশের দুই জন।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, দেশের ক্রিকেটার নিতে হবে নিলামে অবিক্রিত খেলোয়াড় তালিকা থেকে। আর বিদেশি আনতে পারবে যে কোন দেশ থেকে। তাদের মান নির্ধারণ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

সিলেট রয়্যালস এরই মধ্যে বিদেশি ক্রিকেটার আনার উদ্যোগ নিয়েছে। অপেক্ষায় আছে বাকিরাও। বরিশাল বার্নার্সও সুযোগটা কাজে লাগাতে চায়। সেক্ষেত্রে প্রতি দলে ২২ জন করে ক্রিকেটার রাখা যাবে।

খেলাধূলা