এবার ঢাবি শিক্ষার্থীদের ফ্ল্যাশ মব

এবার ঢাবি শিক্ষার্থীদের ফ্ল্যাশ মব

du flashসারাদেশের মানুষ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মেতে আছে। এতে নতুন মাত্রা যোগ করেছে ফ্ল্যাশ মব। ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪-র থিম সং ‘মার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই’গানটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ফ্ল্যাশ মব আয়োজন করছে।

তাই বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহিত করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি ফ্ল্যাশ মবের আয়োজন করে। বিভিন্ন বিভাগ থেকে ৫০ জনের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জনপ্রিয় স্থাপত্যকে (রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, স্বাধীনতা সংগ্রাম, কার্জন হল) তুলে ধরা হয়েছে।

আর এ ফ্ল্যাশ মবের আয়োজনে যারা ছিলেন তারা হলেন- জসীম উদদীন হলের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, সূর্যসেন হলের আবিদ হাসান, মুহসিন হলের আল-আমিনসহ আরও অনেকে।

মেহেদী হাসান রনি জানান, ‘আমরা আসলে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছি। তারা যেন উৎসাহিত হয়ে ভাল খেলা উপহার দেয়। আর এ ফ্লাশ মবের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকে প্রদর্শনের চেষ্টা করেছি।’

গত ৭ থেকে ৮ দিন ধরে অনুশীলন করে এ ফ্ল্যাশ মবের ভিডিও আজ সোমবার রাতেই ইউটিউবে ছেড়ে দেওয়ার কথা বলেছেন আয়োজকরা।

অন্যান্য বাংলাদেশ