মালয়েশিয়ার নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটটি দক্ষিণ ভারত মহাসাগরে বিলীন হয়ে গেছে। নতুন তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ সিদ্ধান্তই টানা যায় বলে ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাক।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, দুই সপ্তাহের বেশি সময় আগে নিখোঁজ হয়ে যাওয়া বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। ব্রিটেনের নতুন স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণে বিমানটিকে সর্বশেষ অস্ট্রেলিয়ার পার্থ এর পশ্চিমে ভারত মহাসাগরের মাঝ বরাবর দেখা গেছে।
নজিব বলেন, “জায়গাটি অত্যন্ত দুর্গম এবং প্রত্যন্ত। আর তাই গভীর সমবেদনা এবং দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে যে, নতুন তথ্যমতে, ফ্লাইট এমএইচ৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরেই বিলীন হয়েছে।”মালয়েশিয়া এয়ারলাইন্স নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনদের একথা জানিয়েছে বলে জানান তিনি।
বিবিসি’ও এর আগে বিমানটির যাত্রীদের স্বজনদের কাছে একটি টেক্সট মেসেজ পাঠাতে দেখার কথা জানিয়েছে। এতে লেখা ছিল, সন্দেহাতীতভাবেই ধরে নেয়া যায় যে, বিমানটি হারিয়ে গেছে এবং কেউ বেঁচে নেই।
৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইনের বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উধাও হয়ে যায়। তারপর থেকে ব্যাপক আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি।