বিদ্যুতের তার ছিঁড়ে একজন নিহত, আহত ২০

বিদ্যুতের তার ছিঁড়ে একজন নিহত, আহত ২০

citaganচট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন নিউমার্কেটের  দেয়াল নির্মানের সময় পিডিবির ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিড়ে ১ জন নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। এদের মধ্যে ৪ জনের  অবস্থা আশঙ্কাজনক। নিহত শ্রমিকের নাম পারুল আক্তার (২৬)।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর নিউমার্কেট এলাকার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়।

জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন নিউমর্কেট বি-ব্লকের সীমানা প্রাচীর নির্মাণের জন্য জিআরপির ক্যান্টিনের সীমানা প্রাচীর ঘেঁষে একটি বড় নালা খনন করা হয়। এই নালার পাশেই ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইন নিয়ে দুটি খুঁটি বিপদজনক অবস্থায় দাঁড়িয়েছিল। এরমধ্যে মাটি খনন করতে করতে শ্রমিকরা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি যাওয়া মাত্রই আকস্মিকভাবে তার ছিঁড়ে শ্রমিকদের উপর পড়ে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা সংবাদ