নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। জেপি ডুমিনির (৪৩ বলে ৮৬ রান) ঝড়ো ব্যাটিংয়ে ভর করে জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১৭১ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল নিউজিল্যান্ড (গ্রুপ-১)।
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭০ রান সংগ্রহ করেছিল। ডুমিনি উইকেটে অপরাজিত ছিলেন। বাঁহাতি এই ব্যাটসম্যানের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। এছাড়া হাশিম আমলা ৪১ রান করে দলের অগ্রগতিতে অব্যহত রেখেছিলেন। নিউজিল্যান্ডের টিম সাউদি ও কোরি অ্যান্ডারসন ২টি করে উইকেট পেয়েছেন।
এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল। অন্যদিকে নিউজিল্যান্ড জয়ে শুরু করেছে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার টোয়েন্টি২০ অধিনায়ক ফাফ ডু প্লেসিস ছিলেন না ইনজুরির জন্য। কিন্তু এই ম্যাচে তিনি খেলছেন।
নিউজিল্যান্ড : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), করি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, এন্টন ডেভচিচ, মার্টস গাপটিল, রনি হিরা, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মুনরো, জেমস নিশান, লুক রনচি, টিম সাউদি, রস টেইলর, কেন উইলিয়ামসন।
দক্ষিণ আফ্রিকা : ফাফ ডু ফ্লেসিস (অধিনায়ক), কুইনটন ডি কক, এ বি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিয়েন, হাশিম আমলা, জেপি ডুমিনি, বেরুয়ান হেন্ড্রিকস, ইমরান তাহির, ডেভিড মিলার, আলবি মরকেল, মরনে মারকেল, ওয়েন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, ডেল স্টেইন, নওনাবে সতসোবে।