গেইলকে স্পিনে আটকাতে চান মুশফিক

গেইলকে স্পিনে আটকাতে চান মুশফিক

musfiqq1বাংলাদেশে-ওয়েস্ট ইন্ডিজের গত সফরে বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলকে একরকম বেধেই রেখেছিলেন সোহাগ গাজী। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই অফস্পিনারের কাছ থেকে আবারও তার পুনরাবৃত্তি দেখতে চান অধিনায়ক মুশফিকুর রহিম।

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বোলিং করার সময় আঙুলে চোট পেয়ে দলের বাইরে ছিলেন সোহাগ। চোট সেরে দলে ফিরলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ খেলেননি তিনি।কাল মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে সোহাগের ফেরার ইঙ্গিত দিয়ে মুশফিক বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোহাগের ভালো স্মৃতি আছে। গেইলের বিপক্ষে ওর রেকর্ড ভালো। উইকেটে সহায়তা থাকলে, তার খেলার সম্ভাবনা অনেক বেশি।”

২০১২ সালে বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে চার ইনিংসে মাত্র ৮৮ রান করেছিলেন গেইল। সর্বোচ্চ ছিল ২৫। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আরো অনুজ্জ্বল ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সর্বোচ্চ ৩৫ রানসহ মাত্র ৭২ রান করেছিলেন তিনি। একমাত্র টি-টোয়েন্টিতেও জ্বলে উঠেনি তার ব্যাট।

গেইলকে অকার্যকর করে রেখে স্বাগতিকদের ৩-২ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান ছিল সোহাগের।

সোহাগের ফেরার সম্ভাবনায় অধিনায়ক একটু আশাবাদী হলেও বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের ছন্দপতন তাকে ভাবাচ্ছে।

“উইকেট একটু মন্থর আর টার্নিং, স্পিন একটু হবেই। স্পিনাররা ভালো বল করবে আর উইকেট নেবে। তা হলে একটু দুর্ভাবনা তো হবেই। তবে আমার মনে হয়, ছন্দে ফিরতে একটা ম্যাচে ভালো করলেই হবে।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাড়তি স্পিনার খেলানোর ইঙ্গিত মুশফিকের কথায়, “এমনিতে দু’জন বিশেষজ্ঞ স্পিনার খেলে। সঙ্গে কয়েকজন অলরাউন্ডার তো থাকেই। উইকেট দেখে সিদ্ধান্ত নেব। একটু সহায়তা থাকলে বাড়তি স্পিনার কেন নয়। আর ওয়েস্ট ইন্ডিজ তো স্পিনে একটু দুর্বল।”

“স্পিনাররা হয়তো হয়তো সেরাটা দিতে পারছে না, কিন্তু গেইলদের বিপক্ষে বল করার একটা অন্যরকম চ্যালেঞ্জও আছে। এর আগে ওরা বল করেছে, কালও সুযোগ আছে। শুধু স্পিনাররা নয়, পুরো দলই আমরা সেভাবে প্রস্তুত।”

খেলাধূলা শীর্ষ খবর