চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে এ বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে ইসি। নির্বাচনী আচরণ বিধিমালার ২২/২ ধারা মোতাবেক ব্যবস্থা নেবার জন্য এ চিঠি দেওয়া হয়।
উপজেলা নির্বাচনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে সরকারি সুবিধা ভোগ করে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগ ওঠে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সোমবার দুপুরে স্পিকার ও মন্ত্রিপরিষদ সচিব বরাবর ইসি কার্যালয়ের যুগ্ম সচিব জেসমিন তুলি স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।
উল্লেখ্য, ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাচনে আওয়ামী সমর্থক প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় সার্কিট হাউজ ও সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ ওঠে শিল্পমন্ত্রীর বিরুদ্ধে।