আদালতকে দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে : ব্যারিস্টার রফিকুল

আদালতকে দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে : ব্যারিস্টার রফিকুল

rafiqul21বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করে বলেছেন, আদালতকে দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে তিনি  এ অভিযোগ তুলেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে চার্জ গঠনের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে, অবৈর্ধভাবে শুনানি ছাড়া চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠনের দুদিন আগে স্পেশাল জর্জ পরিবর্তন করা হয়েছে। দলীয় এজেন্ডা বাস্তবায়নে এটা করা হয়েছে।

উপজেলা নির্বাচনে জয় ছিনিয়ে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন,  গতকালের (রবিবার) উপজেলা নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসীর মাধ্যমে কারচুপি মহোৎসবে মেতে উঠে। তা-ব চালিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এ পথ বেছে নিয়েছে। গণআন্দোলনের জনগণ তার জবাব দেবে।

মানববন্ধন কর্মসূচিতে মাইক ব্যবহারের বাধা দেয়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অবৈধ সরকার জনগণের মৌলিক কেড়ে নিয়েছে। সাংবিধানিক অধিকার বেড়ে নিয়ে সভা-সমাবেশে বাধা দেয়া হচ্ছে। মাইক ব্যবহার করতে দেয়া হচ্ছে না।

রাজনীতি