মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামী আমির মাওলানা মতিউর নিজামীর মামলার রায় যে কোনো দিন হতে পারে। সোমবার দুপুরে আসামি পক্ষের যুক্তি প্রসিকিউটরের খণ্ডন শেষে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ কথা জানান।
রোববার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম তার আইনি যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করেন। পরে প্রসিকিউটর মোহাম্মদ আলী শুধুমাত্র আইনি পয়েন্টে পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করেন। বাকি অংশ তিনি (প্রসিকিউটর) আজ শেষ করেন।
গত ১২ মার্চ প্রসিকিউশনের পক্ষে মোহম্মদ আলী, তুরিন আফরোজ ও সৈয়দ হায়দার আলী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর আসামিপড়্গে মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন। এ নিয়ে জামায়াত নেতা মাওলানা নিজামীর মামলায় ২ বার যুক্তি উপস্থাপন করা হলো।
২০ নভেম্বর এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) অপেড়্গমাণ রেখে দেন আদালত। পরে ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবির অবসরে গেলে মামলাটি রায়ের জন্য অপেড়্গমাণই থেকে যায়।
২৪ ফেব্রম্নয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ২৬ ফেব্রম্নয়ারি নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১এর বিচারিক কার্যক্রম পুনরায় শুরম্ন হয়।