সব দলের অংশগ্রহণের মাধ্যমে আরেকটি দ্রুত নির্বাচন সম্ভব বলে মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। ৫ জানুয়ারির নির্বাচনের পর এ নিয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি । তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনে যে সহিংসতা ঘটছে তা গ্রহণযোগ্য নয়।
দুদিনের সফরে ঢাকায় আসার পর সোমবার সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
জিন ল্যামবার্ট আরো বলেন, একটি দেশের গণতন্ত্র চর্চা কোন পর্যায়ে রয়েছে, তা দেশটিতে নির্বাচন এলে বোঝা যায়। বাংলাদেশের সাধারণ নির্বাচন ও উপজেলা নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় সারা দেশে আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে নির্বাচনের সার্বিক দিক নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ল্যামবার্ট বলেন, দশম জাতীয় নির্বাচন নিয়ে আমাদের অবস্থান এখনো পাল্টায়নি। বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সব দল যদি অংশগ্রহণে ইচ্ছুক হয়, তাহলে আগাম নির্বাচনের বিষয়টি আলোচনার টেবিলে আনা উচিৎ।
তিনি বলেন, গণতন্ত্রে মতপার্থক্য থাকতেই পারে, তবে গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোন অবস্থান নেই। নির্বাচনে সহিংসতা বন্ধ করতে হলে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রাজনৈতিক সংলাপ প্রসঙ্গে ল্যামবার্ট বলেন, অবশ্যই একটি রাজনৈিতক সংলাপের প্রয়োজন আছে। আমাদের এমন একটা রাজনীতিক পরিবেশের দরকার যেখানে বাংলাদেশের সব মানুষের কণ্ঠের প্রতিধ্বনি হবে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে ল্যামবার্ট বলেন, সাধারণ নির্বাচনের পরপরই বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো পুনরায় সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্য দিয়েছে। এই বিষয়ে তিনি বলেন, হঠাৎ করে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
পোশাক শিল্প প্রসঙ্গে ল্যামবার্ট বলেন, জিএসপি সুবিধা ফিরিয়ে নেওয়া হবে না। আমাদের তেমন কোন ইচ্ছাও নেই। কিন্তু আমাদের নিরবতাকে দুর্বলতা ভাবাও ঠিক হবে না। তবে বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতির জন্য যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।
সফরকালে রানা প্লাজা ধস পরবর্তী তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশের খতিয়ে দেখবে সফররত প্রতিনিধি দলটি।
গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপিয়ান পিপলস পাটির্র সালভাদর সেদোই অ্যালাবার্ট এবং অ্যালায়েন্স অফ ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি এই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন।
ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পক্ষের সঙ্গেও আলাদা বৈঠক করবে প্রতিনিধি দল।