মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহম্মদ মুরুসির সমর্থক ব্রাদ্রারহুডের ৫২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দিয়েছে দেশটির আদালত। খবর বিবিসির।
গত বছরের আগস্টে রাবেয়া স্কয়ারে বিক্ষোভের সময় মাতায়া পুলিশ স্টেশনের ডেপুটি কমান্ডার মাত্তায়া আল আত্তার খুনের ঘটনায় এ রায় দেয় আদালত।
মিসরের আদালতে বিভিন্ন অভিযোগে ১২০০ ব্রাদারহুড কর্মীর বিচার চলছে।