যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এসপি মোস্তফা কারাগারে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এসপি মোস্তফা কারাগারে

mustofaএসএ পরিবহনের দায়ের করা চাঁদা দাবির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নীলফামারী জেলা রেলওয়ে পুলিশ সুপার মোস্তফা কামাল আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার বেলা পৌণে ১২টায় শুনানি শেষে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন।

এর আগে গত বছর ১৯ ডিসেম্বর ঢাকার স্পেশাল জজ-৩ এর বিচারক মোঃ মোতাহার হোসেন চাঁদা দাবির মামলায় নীলফামারী জেলা রেলওয়ে পুলিশ সুপার মোস্তফা কামালকে যাবজ্জীবন কারাদন্ড, ৩০ লাখ জরিমানা করেন এবং একই মামলায় অপর আসামি এসআই ওয়াহেদ মিয়াকে খালাস দেন।

রায়ে বিচারক যাবজ্জীবন ছাড়াও আরো ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং ৩০ লাখ টাকা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

২০০৩ সালে ঢাকার সিএমএম আদালতে এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ পিটিশন দাখিল করেন। পিটিশনে তিনি উল্লেখ করেন, রেলওয়ে পুলিশ সুপার মোস্তফা কামাল ও অপর আসামি এসআই ওয়াহেদ মিয়া ২০ লাখ টাকা নিয়েছেন এবং আরো ৩০ লাখ টাকা দাবি করেন।

বাংলাদেশ শীর্ষ খবর