এর আগে তল্লাশি অভিযানে অস্ট্রেলীয় বিমান ধ্বংসাবশেষ দেখতে পাওয়ার দাবির পর একই দাবি করল চীনা বিমান। এর সূত্র ধরে নতুন করে চীন ও জাপান যৌথ তল্লাশি অভিযানে নেমেছে। খবর বিবিসির।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জিনহুয়া জানিয়েছে, ভারত মহাসাগরের তল্লাশি চালানো অঞ্চলে বিমানটি কিছু ‘সন্দেহজনক’ বস্তু দেখতে পেয়েছে। বস্তুগুলো সাদা ও বর্গাকৃতির বলেও জানানো হয়েছে।
এ খবরের পরপরই অস্ট্রেলিয়ার পার্থ শহরের আড়াই হাজার বর্গকিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরো দুটি চীনা বিমান পাঠানো হয়েছে। এর সঙ্গে জাপানি দুটি ‘অরিয়ন’ বিমানও যোগ দিচ্ছে।
ওই স্থানে আগে থেকেই তল্লাশি চালাচ্ছে অস্ট্রেলিয়ার জাহাজ ও বিমান। দেশটির স্যাটেলাইটে সন্দেহজনক কিছু বস্তুর প্রতিকৃতি দেখার দাবির পরই অস্ট্রেলিয়া এ অভিযান শুরু করে।
উল্লেখ্য, গত ৮ মার্চ মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওয়ানা করা এমএইচ-৩৭০ জেট বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে হারিয়ে যায়। এরপর আন্দামান সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত খোঁজা হলেও এখনও বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।