২৫ বছরের তরুণ স্কট ইয়ং। সারা দুনিয়া ঘুরে রীতিমত জীবন নিয়ে খেলা শুরু করেছেন। মৃত্যু যেখানে নিশ্চিত সেখান থেকেই পথ চলা শুরু এই তরুণের।
স্কট ভারতের নয়াদিল্লির ২০ তলা বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ে কোন রকম লাইফসাপোর্ট ছাড়াই হাতের উপর ভর দিয়ে পা উপরে তুলে ফিল্মের সুটিং করেছেন। তবে এখানেই শেষ নয়…
কিছুদিন পূর্বে চীনের ৪০ তলা বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ের উপর একই কায়দায় সুটিং করেছেন। এধরনের সুটিং করতে তিনি নিজের পায়ে ক্যামেরা সেট করে ভিডিও ধারণ করেন।
এধরনের দুঃসাহসিক কাজ নিয়ে স্কটের মন্তব্য হল, যে কোন কাজ দৃঢ়তার সঙ্গে আস্থা ও মনোযোগ সহকারে করলে সফলতা আসবেই। এধরনের কাজ অন্যের কাছে ঝুঁকিপূর্ণ হলেও তার কাছে সহজ হয়ে উঠেছে আত্মবিশ্বাস ও কাজের প্রতি মনোযোগের কারণে।
এধরনের কসরত দেখাতে তার কোন ধরনের ক্ষতি হয়নি বিষয়টি এমনটি নয়। এরই মাঝে তার হাতের পাখনা ভেঙ্গেছে। এছাড়া ছোট খাটো ইনজুরিতো আছেই।
স্কট থ্রিরানের একজন সদস্য। ১৫ বছর বয়স থেকে একজন ফ্রি রানার স্পোর্টসম্যান হিসেবে কাজ করে যাচ্ছেন।