নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন’

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন’

আওয়ামী লীগ ব্যতীত অতীতের সব সরকার নিজেদের পছন্দের নির্বাচন কমিশন গঠন করতো উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। দেশের মানুষ বিভিন্ন নির্বাচনে বিপুল উত্সাহ ও উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।’

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শাহাবুদ্দিন ইয়াকুব কুরায়েশীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর