৫ বছরে রপ্তানি আয় ৭৫ বিলিয়ন ডলারে উন্নীত হবে: অর্থমন্ত্রী

৫ বছরে রপ্তানি আয় ৭৫ বিলিয়ন ডলারে উন্নীত হবে: অর্থমন্ত্রী

আগামী পাঁচ বছরে দেশের রপ্তানি আয় ৭৫ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এজন্য ব্যবসায়ীদের চ্যালেঞ্জ নিতে হবে। আর এ লক্ষ্য অর্জনে সব ধরনের সুযোগ-সুবিধা সরকার দেবে বলে জানান অর্থমন্ত্রী। গতকাল রূপসী বাংলা হোটেলে ফ্যাশন্স ইন্টারপ্রেনিউর এসোসিয়েশন অব বাংলাদেশ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণেই গত ৫ বছরে রপ্তানি আয় ১৬ বিলিয়ন ডলার থেকে ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ১৬ কোটি মানুষের এ দেশে এ অর্জনের জন্য মানবসম্পদই আমাদের ভরসা। আগামী বাজেটে ছোট ছোট উদ্যোগের জন্য আরও অনেক থোক বরাদ্দ দেয়া হবে। এ সব থোক বরাদ্দ যাতে নেয়া যায় তার ব্যবস্থা ব্যবসায়ীদের করতে হবে। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, সরকারের সহায়তা অব্যাহত থাকলে ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে গার্মেন্টস খাতই ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় এনে দিতে পারবে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি রোকেয়া আফজাল হোসেন বলেন, দেশীয় ফ্যাশন্সের প্রসারের জন্য সাময়িকভাবে পাকিস্তান ও ভারতীয় পোশাকসহ বিদেশী ফ্যাশনেবল পোশাকের অবাধ প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে হবে। ব্র্যান্ডিং বাজারে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার জন্য ফ্যাশন্স ইন্টারপ্রেনিউর এসোসিয়েশন অব বাংলাদেশ এর নব নির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। সংগঠনের সভাপতি আজহারুল হক আজানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন, কণ্ঠশিল্পী শাকিলা জাফর, বাপ্পা মজুমদার ও এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম।

অন্যান্য অর্থ বাণিজ্য শীর্ষ খবর