দুই ইস্যুতে বিরোধী দলের প্রথম ওয়াক আউট

দুই ইস্যুতে বিরোধী দলের প্রথম ওয়াক আউট

টিআইবির বক্তব্যর প্রতিবাদ ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দশম জাতীয় সংসদে প্রথম ওয়াক আউট করলো জাতীয় পার্টি। গতকাল সংসদের অধিবেশনের শুরুতেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) ‘সংসদে বিরোধীদল নেই’ বক্তব্যের সমালোচনা করে ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ওয়াক আউটের ঘটনা ঘটান তারা। বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে ওয়াক আউটের ৯ মিনিট পর  তারা আবার অধিবেশনে যোগ দেন। স্পিকার ড. শিরীন শারমিন দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে অধিবেশন শুরু করতে যাওয়ার মুহূর্তে পয়েন্ট অর্ডারে মাইক নিয়ে বক্তব্য রাখেন বিরোধীদলের প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী। তিনি ‘সংসদে বিরোধীদল নেই’ বলে টিআইবি যে বক্তব্য দিয়েছে তাকে দুঃখজনক মন্তব্য করে বলেন, বিদেশীদের হস্তক্ষেপে এ সমালোচনা করেছে।

অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর