চুরির শাস্তি হিসেবে হাত কেটে দেয়া হচ্ছিল চোরের। হাত কাটার এ দৃশ্য সম্বলিত সেই ছবি টুইটারে পোস্ট করেছিল সিরিয়ার একটি চরমপন্থি সংগঠন। পরে অবশ্য তা সরিয়ে নেওয়া হয়।
সিরিয়ার মাসকানাহ শহরে শনিবার এমন ঘটনা ঘটিয়েছে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) নামক একটি সংগঠন। পরে টুইটার থেকে ছবিগুলি সরিয়ে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে একাধিক সংগঠন ছবিগুলি নিজেদের সাইটে প্রকাশ করে দেয়।
গোটা শাস্তি প্রক্রিয়ার বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছে ছবিগুলিতে। একটিতে দেখা যাচ্ছে টেবিলের সামনে চোখ বাঁধা অবস্থায় বসে রয়েছেন অভিযুক্ত ব্যক্তি। তাঁকে পিছন থেকে ধরে রেখেছে একজন। আর সামনে চলছে শাস্তি দেওয়ার প্রস্তুতি। এক জনের হাতে তলোয়ারের মতো ধারালো অস্ত্র। অভিযুক্তের হাতের পাতার উপর তা রাখা রয়েছে। আর একটি ছবিতে দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে গিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। তাঁর কাটা হাত থেকে প্রচুর রক্ত বেরিয়ে ভিজিয়ে দিয়েছে সামনের টেবিল। জঙ্গিদের দাবি, ওই ব্যক্তি চোর। নিজের অপরাধ নিজেই স্বীকার করেছে সে। এমন কী, অপরাধের শাস্তিস্বরূপ হাত কেটে নেওয়ার আর্জিও সে নিজেই জানিয়েছিল বলে দাবি ওই সংগঠনের।