‘আন্দোলনের নামে নাশকতাকারীদের হাত-পা কাটা হবে’

‘আন্দোলনের নামে নাশকতাকারীদের হাত-পা কাটা হবে’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেওয়া হবে। আন্দোলনের নামে দেশে অনেক সহিংসতা-নাশকতা হয়েছে। আর নয়। এখন প্রতিরোধ করা হবে।
রোববার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে বক্তিতাকালে তিনি এ হুমকি দেন।
তিনি বলেন, ‘এখন আমরা অনেক সুসংগঠিত। আমাদের পতন ঘটানো যাবে না। আমাদের সঙ্গে জনগন রয়েছে।’
শেখ সেলিম বলেন, ‘জনগণের ম্যানডেট নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। পাঁচ বছরই থাকব। আফগানিস্তানে তালেবান তো শক্তিশালী দল। তারা তো নির্বাচনে আসে না। তার পরও কি পাঁচ বছরের আগে নির্বাচন হয়? পাঁচ বছর পরে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর ওই নির্বাচনে খালেদা জিয়াকে আসতেই হবে।’
বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশে করে বলেন, ‘এবার নির্বাচনে না এসে তো বিরোধীদলীয় নেত্রীর পদ হারিয়েছেন। আর আগামীবার নির্বাচনে না এলে বিএনপির চেয়ারপারসনের পদও থাকবে না। বিএনপি নামের কোনো সংগঠনের নাম-নিশানাও থাকবে না।’
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তাই এ দলের সঙ্গে দেশবাসী রয়েছে বলেও মন্তব্য করেন শেখ সেলিম।
উল্লেখ্য, শনিবার রাজবাড়ী জেলার রেলওয়ে ময়দানের সমাবেশে খালেদা জিয়া বলেছিলেন, ‘উপজেলা নির্বাচনের পর আন্দোলন শুরু হবে।’

বাংলাদেশ রাজনীতি