রাজবাড়ী পৌঁছেছেন খালেদা জিয়া

রাজবাড়ী পৌঁছেছেন খালেদা জিয়া

১৯ দলীয় ঐক্যজোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজবাড়ী পৌঁছেছেন।

তার সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় এবং ১৯ দলীয় জোটের নেতারা রয়েছেন।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এখানে কিছু সময় অবস্থানের পর বিকাল সাড়ে ৩টায় শহীদ মুক্তিযোদ্ধা কুশি রেলওয়ে ময়দানের জনসভায় খালেদার যোগদান করার কথা রয়েছে। বেলা ২টার আগেই পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশের কাজ শুরু হয়। শুরুতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে বেলা ১১টার দিকে বেগম জিয়া গুলশানে তাঁর বাসভবন থেকে সড়ক পথে রাজবাড়ীর উদ্দেশে রওনা হন। দুপুর পৌনে ২টার দিকে খালেদা জিয়ার গাড়ি বহর পাটুরিয়া ঘাটে পৌঁছে। খান জাহান আলী ফেরীতে করে গাড়ি বহর নদী পার হয়।

আসার পথে বেলা সোয়া ১টায় বেগম খালেদা মানিকগঞ্জে দলের সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জেয়ারত করেন ও পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।

এদিকে ১৯ দলীয় নেতার গাড়ি বহর যাবার সময় পথে পথে নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগান দিয়ে নেত্রীকে অভিনন্দন জানান। বেগম খালেদা জিয়া এ সময় হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর