বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়াচ্ছে। এ দলটি বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও ব্যর্থতার পরিচয় দিয়েছিল। আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণা পর্যন্ত দেয়নি।বরং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন,আওয়ামী লীগ ৫২ সালের ভাষা আন্দোলনের পক্ষে ছিল না।
বিকাল ৫টার সময় জাতীয় প্রেসক্লাবে সাহসী মানুষ চাই: মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ আরও বলেন,দেশে বর্তমানে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দেশের মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছে।
তিনি আরও বলেন,গত ৫ তারিখের নির্বাচনে প্রমাণ হয়েছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর মিজানুর রহমান প্রমুখ।