২০১৭ সালের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ভারতে, মাঠ পরিদর্শনে ফিফা

২০১৭ সালের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ভারতে, মাঠ পরিদর্শনে ফিফা

২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এর ভেন্যু ঠিক করতে ফিফা প্রতিনিধি দল ভারত জুড়ে পরিদর্শনে নেমেছেন।এরই মধ্যে ভারতীয় ফুটবল এসোসিয়েশন খেলার জন্য দেশের আটটি স্থান নির্দিষ্ট করেছে ।
ফুটবল এসোসিয়েশন  দিল্লী, কোচি, মুম্বাই ও পুনের মতো জায়গাগুলি খতিয়ে দেখার পর এবার দুই ফিফা সদস্যসহ ৬ সদস্যের প্রতিনিধি দল কলকাতা পরিদর্শনে এসেছেন।
অংশগ্রহণকারী সকল দেশের খেলোয়াড়দের সুবিধা নিশ্চিত  করার জন্যেই ফিফা সদস্যরা ভারত পরিদর্শন করছেন বলে জানা গেছে।
এরই মধ্যে  কলকাতায় সল্টলেকের বিবেকানন্দ যুবভারতীর
ক্রীড়াঙ্গন পরিদর্শন করেছেন তাঁরা। মাঠে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা,ড্রেসিং রুম, মাঠ থেকে তাঁদের হোটেলের দূরত্ব, সমস্ত কিছুই খতিয়ে দেখা হয়েছে।
শনিবার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডার্বি দেখেই গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা হবেন ফিফা  প্রতিনিধি দল।

খেলাধূলা