একের পর এক সমস্যায় পড়ছে ক্রিকেটাররা: প্রধান নির্বাচক

একের পর এক সমস্যায় পড়ছে ক্রিকেটাররা: প্রধান নির্বাচক

প্রতিভাবান ক্রিকেটাররা একের পর এক ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে পড়ছে এশিয়া কাপ থেকে। পাঁচ জাতির এশিয়া কাপের মতো বড় আসরেও সমস্যায় পড়ছে বাংলাদেশের ক্রিকেটাররা। তামিমের পর এবার মাশরাফিও দল থেকে ছিটকে পড়েছে। তাদের সাথে চোট সমস্যায় রয়েছেন অধিনায়ক মুশফিকও। আর শাস্তি শেষ হওয়ায় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান আফগানদের বিপক্ষে খেলবেন বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে খেলা সম্ভাব নয় মাশরাফির। তার জায়গায় সুযোগ পেয়েছে শফিউল ইসলাম। বর্তমান সময়ে দল খুব বাজে পারফর্ম করছে। দলের অবস্থা আসলে ভাল নয়। দলের এমন পরিস্থিতিতে ভাল কিছু আশা করা যায় না।

তিনি আরো বলেন, ‘মার্চ মাস থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এখনো বোলাররা ইনজুরিতে পড়ে আছে। আবার ব্যাটসম্যানরাও ইনজুরিতে ভুগছে।’

জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘ বেশ কয়েকটি জেতা ম্যাচ আমরা হেরেছি। তবে এখন আমার মনে হয় পুরো দলকে সংগঠিত করতে হবে। যারা নেই তাদের চিন্তা বাদ দিতে হবে। আর যারা আছে তাদেরকে খেলার প্রতি মনোযোগী হতে হবে। আমি নিশ্চিত টিম ম্যানেজম্যান্ট,  কোচ ও ক্যাপ্টেনসহ সবাই মিলে সিদ্ধান্ত নিলেই ভাল কিছু করা যাবে।’

তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ভারতের সঙ্গে পরাজয়ের বিষয়টা ভুলে যেতে হবে। এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আফগানদের সঙ্গে খেলায় অবশ্যই জিততেই হবে বাংলাদেশকে।

খেলাধূলা