আজ খালেদা জিয়া রাজবাড়ী আসছেন, চলছে শেষ প্রস্তুতি

আজ খালেদা জিয়া রাজবাড়ী আসছেন, চলছে শেষ প্রস্তুতি

আজ রাজবাড়ী সফরে আসছেন ১৯ দলীয় ঐক্যজোটের নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি ও ১৯ দলীয় জোট।
বেগম জিয়ার আগমন উপলক্ষে জেলায় ১৯ দলীয় জোট নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। চলছে জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা। একই সাথে জনসভা স্থল থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের দু’পাশে লাগানো হচ্ছে ফেস্টুন ও প্ল্যাকার্ড এবং তৈরী করা হচ্ছে শতাধিক তোরণ। ওই জনসভায় জেলার ৫টি উপজেলার ৪২টি ইউনিয়ন এবং বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আসা প্রকাশ করেছেন স্থানীয় ১৯ দলীয় জোট নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর রাজধানীর বাইরে এটিই দলীয় চেয়ারপারসনের প্রথম সফর। যে কারণে রাজবাড়ীসহ দেশের প্রতিটি মানুষের কাছে তার এ সফর তাৎপর্যপূর্ণ। এ জনসভা থেকে বেগম জিয়া দিক নির্দেশা এবং আগামী দিনের আন্দোলন কর্মসূচির ঘোষণা করবেন।
বিএনপি নেতারা জানান, আগামী ১ মার্চ সকাল ১১ টায় বেগম জিয়া সড়ক পথে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে রাজবাড়ী সার্কিট হাউজে কিছু সময় অবস্থানের পর বিকাল সাড়ে ৩টায় তিনি জনসভা মঞ্চে উঠবেন। তার সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় এবং ১৯ দলীয় জোটের নেতারা থাকবেন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর