টাকা দিলেই পাল্টায় জরিপের ফল

টাকা দিলেই পাল্টায় জরিপের ফল

জনমত নিয়ে বিভিন্ন টেলিভিশন ও দৈনিক পত্রিকাসহ নানা প্রতিষ্ঠান জরিপ করে। আর নির্বাচনকালে তা প্রকাশ পায় ঘন ঘন। ফলাফল একে অপরের থেকে আকাশ-পাতাল ব্যবধান। নিজ সমর্থিত প্রার্থীর পাল্লা ভারী দেখাতে একদম পিছপা হয় না তারা। ভারতে নির্বাচনের জরিপ নিয়ে বিষফোঁড়ার মতো অভিযোগ ধরা পড়েছে দেশটির একটি টিভি চ্যানেলের অপারেশনে।

নিউজ এক্সপ্রেস চ্যানেল জানায়, জনমতের সমীক্ষা করা সংস্থাগুলোকে টাকা দিলে তারা ফলাফল পাল্টে দেয়। সমর্থন কম থাকলে বাড়িয়ে দিয়ে কোনো রাজনৈতিক দলকে ফেভারিট হিসেবে দেখাতে পারে। অর্থাৎ ভোটের আগে ও বিভিন্ন সময় টিভি চ্যানেলে ও সংবাদপত্রে যে জনমত সমীক্ষা দেখানো ও ছাপা হয়, টাকা দিয়ে সহজেই তা প্রভাবিত করা যায়।

এই তথ্য সামনে আসার পরই ভারতে প্রবল রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে।

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদী ও বিজেপি পয়সা দিয়ে জনমত সমীক্ষাকে নিজের দিকে নিয়ে আসছে। মোদীকে জানাতে হবে, তিনি কত টাকা দেন, কত দিন ধরে দেন, কোথা থেকে সেই টাকা পান?

কংগ্রেস জানিয়েছে, নির্বাচন কমিশনের কাছে তারা জনমত সমীক্ষা নিষিদ্ধ করার দাবি আগেই জানিয়েছে। এখন প্রমাণিত হলো, তাদের অবস্থান কতটা সঠিক। তারা ফের কমিশনের কাছে এই দাবি জানাবে।

বেসরকারি চ্যানেল নিউজ এক্সপ্রেস মঙ্গলবার স্টিং অপারেশনটি দেখায়। কংগ্রেস ও আম আদমি বলছে, এই স্টিং যদি সত্যি হয়, তাহলে কিন্তু পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। চ্যানেলের রিপোর্টাররা রাজনৈতিক দলের কনলাসটেন্ট বা পরামর্শদাতা হিসাবে জনমত সমীক্ষার সঙ্গে জড়িত সংস্থার কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। সাংবাদিকদের গোপন ক্যামেরায় ধরা পড়েছে, তাঁরা বলছেন, পয়সা পেলেই আসনসংখ্যার হেরফের করা যাবে, ‘মার্জিন অফ এরর’ বাড়িয়ে দেওয়া হবে।

দেখা গেছে, ছোট-বড় মিলিয়ে মোট ১১টি সংস্থা পয়সা পেলে এই ধরনের মিথ্যাচার করতে প্রস্তুত। এই সংস্থাগুলোর মধ্যে বেশ কয়েকটি বড় জনমত সমীক্ষক সংস্থা আছে, যাঁদের সমীক্ষা দেশের প্রধান টিভি চ্যানেল ও সংবাদপত্রগুলিতে প্রকাশিত হয়।

এদিকে, টিভি টুডে গোষ্ঠী জানিয়েছে, তারা যাদের সঙ্গে এতোদিন সমীক্ষার কাজ করেছে, সেই সংস্থার সঙ্গে আর কাজ করবে না। কেজরিওয়ালের বক্তব্য, ‘আগে নিউজ এক্সপ্রেসের টেপগুলি পরীক্ষা করে দেখা হোক সেগুলো ঠিক কি না। যদি দেখা যায়, টেপ ঠিক আছে, তাহলে তদন্ত করা হোক।

আন্তর্জাতিক