সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি.জে. আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, সরকার প্রশাসনকে ব্যবহার করে কেন্দ্র দখল করেছে। এতে প্রমাণ হয় এই সরকার গণতান্ত্রিক নয়। গণতান্ত্রিক কোনো সরকারের আমলে কেন্দ্র দখল ও ভোট কারচুপির মতো ঘটনা ঘটতে পারে না।
এ সময় বিডিআর বিদ্রোহকে একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।
বৃহস্পতিবার সন্ধ্যা জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বিডিআর মিউটিনি অ্যান্ড আওয়ার ফ্রিডম’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সাউথ এশিয়া ইয়থ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি নামে একটি সংগঠন।
সংগঠনের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ছিলেন কল্যাণপার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, ঢাবির সাবেক ভিসি এমাজ উদ্দীন প্রমুখ।