সীতাকুণ্ডে আদালতের নির্দেশে শিপ ইয়ার্ড উচ্ছেদ

সীতাকুণ্ডে আদালতের নির্দেশে শিপ ইয়ার্ড উচ্ছেদ

আদালতের নির্দেশে সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙার দুটি ইয়ার্ড উচ্ছেদ করে বন বিভাগকে ফেরত দেয়া হয়েছে। সোমবার উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ সাগর উপকূলে এস কে শিপ ব্রেকিং ইর্য়াড ও এস কে স্টিল নামের একই মালিকের দুটি জাহাজ ভাঙার প্রতিষ্ঠান উচ্ছেদ করে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, সুপ্রিমর্কোটের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের নির্দেশে ইয়ার্ডগুলো ভেঙে ফেলেছে প্রশাসন।
জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আরিফ মোহাম্মদ, সীতাকু- উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও চট্টগ্রাম উপকূলীয় বন কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ছয়টি স্ক্যভেটর দিয়ে উচ্ছেদ করেন।
উপকূলীয় বিট অফিসার হাসান মিয়া জানান, উপকূলীয় বনায়নের গাছ কেটে শিপ ইয়ার্ড তৈরি করার বিরুদ্ধে ২০০৯ সালে বনবিভাগ দুটি মামলা দায়ের করেন। উক্ত মামলার রায়ের ভিত্তিতে সুপ্রিমকোটের নির্দেশে ইয়ার্ড উচ্ছেদ করে পুনরায় বনায়নের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।  ১৪.৫ একর জায়গা উচ্ছেদের পর পরই বন কর্মীরা কয়েক হাজার গাছের চারা রোপন করেছে।
এস কে শিপ ব্রেকিং ইর্য়াড ব্যস্থাপক মোহাম্মদ আকতার কামাল অভিযোগ করেন, ইয়ার্ডের জায়গাটি তাদের খতিয়ানভুক্ত। তাদের কাছে বৈধ কাগজপত্র থাকলেও বন কর্মকার্তারা কোনো কিছু না দেখেই দুইশ কোটি টাকার মালপত্রসহ ইয়ার্ডটি ভেঙে ফেলে।
উল্লেখ্য, এস কে শিপ ব্রেকিং এর মালিক কামাল উদ্দিন চৌধুরী দুই বছর আগে অন্য একটি প্রতিষ্ঠানের মালিক থেকে ইর্য়াডটি কিনে নেন।

জেলা সংবাদ