তেজপালের সেল থেকে মোবাইল ফোন উদ্ধার

তেজপালের সেল থেকে মোবাইল ফোন উদ্ধার

সহকর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগে কারাবন্দি সম্পাদক তরুণ তেজপালের সেল থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন।
গোয়ার ভাসকোর সাদা উপ-সংশোধনাগারে মহকুমা শাসক গৌরিশ শঙ্খলওয়াকারের নেতৃত্বে এক বিশেষ তল্লাশি অভিযানের সময় তা উদ্ধার হয়।
গোয়ার এই জেলের ১৪ নম্বর সেলেই গত দু-মাস ধরে আরও আসামির সঙ্গে বন্দি রয়েছেন মহিলা সহকর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তেহেলকা পত্রিকার সম্পাদক তরুণ তেজপাল।
তবে জেরায় তিনি জানিয়েছেন যে সেল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন তার নয়। কীভাবে এই মোবাইল ফোন এল তাও তিনি জানেন না বলে জানিয়েছেন তেজপাল।
এমন খবরের পর জেল কর্তৃপক্ষ অবাক। প্রশাসন ক্ষুব্ধ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আন্তর্জাতিক