মিশরে সেনা-সমর্থিত সরকারের পদত্যাগ

মিশরে সেনা-সমর্থিত সরকারের পদত্যাগ

মিশরে সেনা-সমর্থিত অন্তর্বতীকালীন সরকার সোমবার আকস্মিকভাবে পদত্যাগ করেছে। অন্তর্বতী সরকারের প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি। বৈঠকে দেশটির সেনাবাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল আবদুল ফাত্তাহ আল সিসি উপস্থিত ছিলেন।
মিসরের রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘আল-আহরাম’ পত্রিকা জানায়, গৃহায়ণমন্ত্রী ইব্রাহিম মিহলিব প্রধানমন্ত্রী বেবলাওয়ির স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ৩ জুলাই দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুরসিকে উৎখাত করে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল সিসি। এরপর হাজেম বেবলাওয়িকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

আন্তর্জাতিক