জাপার লংমার্চ সফল করতে কেন্দ্রীয় নেতারা ফেনীতে

জাপার লংমার্চ সফল করতে কেন্দ্রীয় নেতারা ফেনীতে

ভারতীয় আগ্রাসন থেকে ফেনী নদীর পানি রক্ষায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ৫ মার্চ ওই নদী অভিমুখে লংমার্চে যাচ্ছেন|

লংমার্চ সফল করতে ইতোমধ্যে ফেনীতে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় পার্টির|

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পার্টির কেন্দ্রীয় নেতারা ২ দিনের সফরে ফেনী এসে পৌঁছেন|

লংমার্চের প্রস্তুতি উপলক্ষে ফেনীতে আসা জাপা নেতাদের মধ্যে রয়েছেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রী কাজী জাফর আহম্মদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, চেয়ারম্যানের প্রচার ও প্রকাশনা উপদেষ্টা রিন্টু আনোয়ার, ভাইসচেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, যুগ্মমহাসচিব ইকবাল হোসেন রাজু, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি নাজমা আক্তার|

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনীর বাসিন্দা হাজী আলাউদ্দিন তাদের স্বাগত জানান|

চেয়ারম্যানের প্রচার ও প্রকাশনা উপদেষ্টা রিন্টু আনোয়ার বাংলানিউজকে জানান, পার্টির নেতারা ফেনী নদীর বিভিন্ন স্থান, মুহুরী প্রকল্প এলাকা ও লং মার্চ উপলক্ষে ফেনীতে অনুষ্ঠিতব্য জনসভা স্থল পরিদর্শন করবেন|

শহরের মহীপাল সার্কিট হাউজে মঙ্গলবার রাত কাটিয়ে বুধবার বেলা ১১টায় শহরের নিউ টাউন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন জাপা নেতারা।

দুপুর ১২টায় লংমার্চ সফলকল্পে বৃহত্তর নোয়াখালীর জাতীয় পার্টি নেতারা ছাড়াও পার্শ্ববর্তী মিরসরাই উপজেলা ও চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে একই কমিউনিটি সেন্টারে মতবিনিময় করবেন।

রাজনীতি