ক্রিকেটে ‘জায়ান্ট কিলার’ বলে সুখ্যাত আয়ারল্যান্ডকে একমাত্র ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সোমবার জ্যামাইকার সাবিনা পার্কে রবিবার ওয়েস্ট ইন্ডিজ একমাত্র ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ইংল্যান্ডকে মোকাবেলা করার আগে এই জয় আত্মবিশ্বাস এনে দিয়েছে ক্যারিবীয়দের।
টস জিতে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। গ্যারি উইলসন দলের সবচেয়ে বেশি রান করেন (৬২)। এদিকে জেসন হোল্ডার ও ডোয়াইন ব্রাভো ৩টি করে উইকেট নিয়েছে। ২ উইকেট শিকার করেন নিকিতা মিলার।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ (৫৫) ও কিয়েরন পাওয়েল (৫৭) ১০০ রানের উদ্বোধনী জুটি গড়েন। ফলে জয় পেতে সহজ হয় স্বাগতিকদের। ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় দলটি (২০৫/৬)।
ডোয়াইন ব্রাভো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। আয়ারল্যান্ডের স্টুয়ার্ট থমসন ২টি উইকেট নিয়েছেন।