এশিয়া কাপ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: ম্যাথিউস

এশিয়া কাপ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: ম্যাথিউস

২০১৪ সালের পাঁচ জাতির এশিয়া কাপ। সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ম্যাথিউস বলেন, ‘সব দলেই আছে ভালো স্পিনার। তাই এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে প্রতিটা দলেই প্রতিযোগিতা দেখা যাবে।’

শিরোপা লড়াইটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমন এক প্রশ্নের জবাবে  ম্যাথুউস বলেন, ‘ভালো খেলা ছাড়া এশিয়া কাপ জেতা কখনই সম্ভব নয়। সে লক্ষ্যে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভালো ক্রিকেট খেলতে চান ম্যাথিউস। তাছাড়া, এশিয়া কাপের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে বলে প্রতিটা বিভাগেই উন্নতি করার পরিকল্পনার কথা জানান তিনি।’

মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মিশনে নামবে শ্রীলঙ্কা।

গত এক মাস ধরে বাংলাদেশ সফরে ভালো ক্রিকেট খেলে যাওয়া শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস তাই এশিয়া কাপে প্রতিটা দলেরই সমান সম্ভাবনা দেখছেন।

খেলাধূলা বাংলাদেশ