সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার : গাজীপুরে প্রধানমন্ত্রী

সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার : গাজীপুরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলের নিরাপত্তা বিধানে ও সন্ত্রাস দমনে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পার্বত্য শান্তিচুক্তির ধারাবাহিকতায় আনসার ব্যাটালিয়নকে এককভাবে আরো অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

জননিরাপত্তা বিধানে আনসার ব্যাটালিয়নদের সক্ষমতাকে অধিক কার্যকর করার লক্ষ্যে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) ৩২তম জাতীয় সমাবেশ শেষে অফিসার মেসে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বর্তমান সরকারের আমলে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও আনসার ভিডিপি সদস্য ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এ সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরো সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে চায়। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব ইনফরমেশন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ১০টা ২৫ মিনিটে আনসার ভিডিপি একাডেমীর শহীদ ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছুলে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন তাকে স্বাগত জানান।

এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহিদুর রহমান (এনডিইউ, এএফডব্লিউসি,পিএসসি, জি প্লাস) ও আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

পরে প্রধানমন্ত্রী খোলা সবুজ জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় আনসার ভিডিপির মহাপরিচালক ও প্যারেড কমান্ডার মো. ফখরুল ইসলাম জিপে তার সঙ্গে ছিলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, তিন বাহিনীর প্রধান এবং বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্যারেড পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মুজিব নগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ১২জন আনসার সদস্যকে ‘বাংলাদেশ আনসার পদক’কে ভূষিত করেন।

জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করায় ৯ জনকে ‘বাংলাদেশ রাষ্ট্রপতি আনসার পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধান মন্ত্রী আনসার ও ভিডিপি সদস্যদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ শীর্ষ খবর