জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দখলমুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের উপর বেপরোয়া পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান-এর পাঠানো বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলসহ দখলকৃত হলসমূহ মুক্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে।
তিনি বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেই স্বার্থান্বেষীচক্র বিশ্ববিদ্যালয়ের হলসমূহ দখল করে নিয়েছে। গত কয়েক দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জমি ও সম্পত্তি নানাভাবে দখল করে নেয়া হয়েছে। যখন যারা ক্ষমতায় ছিল তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই দখল চলে আসছে।
বিবৃতিতে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের দখল হয়ে যাওয়া জমি, হল ও সম্পত্তি দখলমুক্ত করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ফিরিয়ে দিতে জরুরিভাবে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।