খালেদা জিয়ার সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

খালেদা জিয়ার সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন না বিএনপির ‘ভ্যানগার্ড’ খ্যাত সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখতে না পারায় বিএনপি চেয়ারপারসন সংগঠনটিকে ঢেলে সাজানো সিদ্ধান্ত নিয়েছেন। এরই প্রেক্ষিতে ছাত্রদল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় হয়।

সভায় দলের ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী  এ্যানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজসহ সুপার ফাইফ নেতা,  জহুরুল হক হলের সভাপতি হুমায়ুন কবির, মহসিন হলের সভাপতি এজমল হোসেন পাঠান, মুজিব হলের সভাপতি মামুন বিল্লাহ, রোকেয়া হলের সভাপতি সাহানুর নার্গিস। মহসিন  হলের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, সূর্য্যসেন হলের সাধারণ সম্পাদক করিম সরকার, শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ফজলুল হক হলের সাধারণ সম্পাদক হাসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়,  দীর্ঘ আট বছর আগে হল কমিটি করার পর নতুন কমিটি না হওযায় অনেকেই শিক্ষা জীবন শেষ করে বিভিন্ন পেশায় জড়িয়ে পরেছেন। তাই অনেক হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচনের আগে নাশতকার মামলায় ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর