বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, বর্তমান সংসদে কোনো বিরোধী দল নেই। আর যে সংসদে কোনো বিরোধী দল থাকে না সেই সংসদ সাংবিধানিকভাবে স্বৈরাচারী সরকার। ৫ জানুয়ারি নির্বাচনের নামে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। বর্তমান সংসদ চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। তা যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন।
তাঁতি দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।