বিএনপি সরকার এক কিলোমিটার রাস্তাও করেনি: প্রধানমন্ত্রী

বিএনপি সরকার এক কিলোমিটার রাস্তাও করেনি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে এক কিলোমিটারও রাস্তা করেনি। এখন তারা আন্দোলনের নামে রাস্তা কাটে, রাস্তার গাছ কাটে, পশু পাখি পুড়িয়ে মারে, মানুষ হত্যার রাজনীতি করে।
তিনি বলেন, মানুষ হত্যা তো রাজনীতি নয়। পাক বাহিনী যেভাবে মানুষ হত্যা করেছে তেমনি বিএনপি নেত্রী আন্দোলনের ডাক দিয়ে মানুষ হত্যা করে।
রোববার বিকেলে স্থানীয় পর্যটন গলফ মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তারা কেন পিছিয়ে থাকবে। অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ কিছু পায় দেশ এগিয়ে যায়। বিএনপি-জামায়াত থাকলে দেশ জঙ্গীর দেশ হিসেবে পরিচিতি লাভ করে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের ডাক দেয়। মানুষ সাড়া দেয় না। তাই পেট্রোল বোমা মারে। কোনো মুসলমান কি তা পারে? বিএনপি নেত্রীকে বলবো আর মানুষের ভাগ্য দিয়ে ছিনিমিনি খেলবেন না। মানুষের গায়ে হাত দিবেন না।
শেখ হাসিনা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। জামায়াতে ইসলামী ইসলামের নামে মানুষ হত্যা করছে। কুরআন শরীফ পুড়িয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকার কক্সবাজারের জন্য কিছুই করেনি। যা পেয়েছেন তা আওয়ামী লীগ সরকারই দিয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
কক্সবাজারের লবণ চাষীরা ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বেশি হওয়ায় চাষিরা ন্যায্য মূল পাচ্ছে না। কক্সবাজারে বিদেশিদের জন্য এক্সক্লুসিভ জোন হবে। এজন্য শাহপরীরর দ্বীপে জমি ররাদ্দ নেয়া হয়েছে।
মালয়েশিয়া অবৈধ মানুষ পাচারের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশে ভাল কাজের ধোঁকা দিয়ে কেউ যাতে বিদেশে পাচার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিদেশে না গিয়ে তিনি তার সরকারের দেয়া বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে জড়িত হওয়ার আহবান জানান।
এর আগে প্রধানমন্ত্রী সভানেত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে ৩ টায় কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন। একই সঙ্গে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটিও উদ্বোধন করেন।
এর আগে দুপুর সাড়ে ১২ টায় তিনি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি কক্সবাজার পর্যটন গলফ মাঠে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর