টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অংশগ্রহণই একসময় অনিশ্চিত ছিল। আইসিসির নির্ধারিত সময়ে দল ঘোষণা করেনি তারা। সময় চেয়ে আবেদন করলে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তা মেনে নেয়। অবশেষে টি- টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
গত বছর থেকে বেতন পরিশোধের দাবিতে জাতীয় দলের অনুশীলন বন্ধ থাকে জিম্বাবুয়ের । শেষ পর্যন্ত আইসিসির কাছ থেকে ৩০ লাখ ডলার ধার নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেন ।
টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর। মূল পর্বে উঠতে জিম্বাবুয়েকে পেরোতে হবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতকে।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), এলটন চিগুম্বুরা, শন উইলিয়ামস, হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, প্রসপার উতসেয়া, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা বাট, ব্রায়ান ভিটোরি, তেন্দাই চাতারা, নাতসাই এম’শ্যাঙ্গগুই, শিঙ্গিরাই মাসাকাদজা, টিমিসেন মারুমা, তাফাদজা কামুঙ্গোজি ও তিনাশে পানিয়াঙ্গারা।