শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠেই ম্লান টাইগাররা। টেস্ট সিরিজে ১-০ তে হার। টি-টোয়েন্টিতে ২-০ তে। প্রত্যাশা ছিলো একদিনের ম্যাচে ঘুরো দাঁড়াবে বাংলাদেশ দল। ওডিআই সিরিজেও ব্যর্থ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। ৩-০তে সিরিজ জিতে ট্রফি ঘরে তুলেছে সফরকারী শ্রীলঙ্কা।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন মুমিনুল হকের (৬০) অর্ধশতক রানের ওপর ভর করে ২৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে কুশাল জ্যানিথ প্যারেরার সেঞ্চুরির সুবাদে ছয় উইকেট জয় লাভ করে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
তৃতীয় ওয়ানডে ম্যাচে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২৪১ রান। উদ্বোধনীতে লাহিরু থিরিমান্নেকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়নে কুশাল জ্যানিথ প্যারেরা। এরপর ১৬ রানের ব্যবধানে দুই উইকেট পতন। লাহিরু থিরিমান্নে (১৮) ও কিথুরওয়ান ভিতানাগে (৯)করে সাজঘরে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ।
তৃতীয় উইকেট জুটিতে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১৩৮ রানের জুটি গড়েন কুশাল জ্যানিথ প্যারেরা। ওয়ানডে ক্যারিয়ারে মেইডেন সেঞ্চুরি তুলে নেন কুশাল প্যারেরা। রুবেল হোসেনের শিকার হওয়ার আগে ১২৪ বলে ছয় চার ও পাঁচটি ছক্কার মারে ১০৬ রান করেন কুশাল জ্যানিথ প্যারেরা।
দলের জয় পেতে তখন প্রয়োজন ৫৪ বলে ৩৬ রান। এমন অবস্থায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন দিনেশ চান্দিমাল। রুবেল হোসেনের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৭০ বলে চার বাউন্ডারিতে ৬৪ রান করেন দিনেশ চান্দিমাল।